চন্দনাইশ উপজেলায় ভেড়া পালন বিষয়ক প্রশিক্ষণ

0

সৈয়দ শিবলী ছাদেক কফিল: সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশীয় ভেড়ার উন্নয়ন, সংরক্ষণ প্রকল্পের আওতায় চন্দনাইশে ১ ফেব্রুয়ারি ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের ভেড়া পালনকারীদের জন্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীদা শরমিনের সভাপপিতত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক শঙ্খ কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেয়াজুল হক জসিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার।

বক্তারা দেশের বেকার যুব সমাজকে ভেড়া পালনে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, ভেড়া পালন একটি লাভজনক কর্ম। প্রশিক্ষণপ্রাপ্ত ভেড়া পালনকারীগণ তাদের কর্মকান্ড সম্প্রসারিত করার জন্য ভেড়া পালন করলে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে। (ছবি আছে)

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.