হেরোইন পাচারের দায়ে যুবকের ফাঁসি

0

সিটিনিউজবিডি : নাটোরে হেরোইন পাচার ও বিক্রির দায়ে ফারুক হোসেন (৩২) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম বৃহস্পতিবার দুপুরে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষবাথান গ্রামের আব্দুল মতিনের ছেলে।

নাটোর জজ কোটের সরকারি আইনজীবী সিরাজুল ইসলাম ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ জুলাই নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের সিটে বসে থাকা ফারুক হোসেনের ট্রাভেল ব্যাগ থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করা হয়। আটকের পর থেকে ফারুক কারাগারে আটক রয়েছেন।

সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। মামলার আসামিপক্ষের আইনজীবী দিনাই তাছরিন জানান, তার মক্কেল ন্যায়বিচার পাননি। তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.