যুক্তরাষ্ট্রে প্রথমবার মসজিদ পরিদর্শনে ওবামা

0

আন্তর্জাতিক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাল্টিমোরের একটি মসজিদ পরিদর্শন করেছেন। এর আগে দেশের বাইরে মসজিদ পরিদর্শন করলেও যুক্তরাষ্ট্রের ভেতরে এই প্রথমবারের মতো তিনি মসজিদে গেলেন।

সম্প্রতি প্যারিস হামলার পর মুসলমানদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বেশ আলোচিত হয়ে উঠেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের বিষয়ে যে মন্তব্য করেছেন সেটি বিশ্বজুড়ে বেশ বিতর্ক তৈরি করেছে। বাল্টিমোরে মসজিদ পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেছেন মুসলমানদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেবার কোন যুক্তি থাকতে পারেনা। তিনি বলেন মুসলমানদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের কোন স্থান আমেরিকাতে নেই। আমেরিকার মুসলমানদের প্রশংসা করে ওবামা বলেছেন তিনি এমন অনেক আমেরিকান মুসলমানদের দেখেছেন যারা দেশপ্রেমিক এবং সম্মানিত।

হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন ওবামার এই সফর ধর্মীয় স্বাধীনতার পক্ষে এবং উগ্রবাদের বিপক্ষে। ওবামা তার বক্তব্যে স্বীকার করেন যে কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য আমেরিকান মুসলমানদের দায়ী করা হচ্ছে। মুসলমানদের উদ্দেশ্যে ওবামা বলেন , আপনাদের সামনে পরিচয় মুসলমান অথবা আমেরিকান নয়। আপনারা মুসলমান এবং আমেরিকান। মসজিদ পরিদর্শনের সময় ওবামা শিশুদের সাথে হাত মেলান। তিনি সবাইকে আশ্বস্ত করেন যে আমেরিকা সব ধর্মের জন্য উন্মুক্ত।

মুসলমানদের সঙ্গে ওবামার সম্পর্ক খানিকটা জটিল। প্রেসিডেন্ট হবার পর ওবামা বলেছিলেন ইরাক যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে মুসলমানদের সাথে আস্থার সম্পর্ক তৈরি করা হবে। কিন্তু সেটি খুব বেশি দূর এগোয়নি। দেশের ভেতরে ওবামা কিছু অভিযোগের মুখোমুখি হয়েছেন। অনেকে বলেছেন তিনি খ্রিষ্টানের ছদ্মবেশে একজন মুসলমান। তার নামের সাথে ‘হুসেইন’ এবং মুসলমান আত্মীয়-স্বজন থাকার কারণে সেই আলোচনা আরো জোরালো হয়েছে। প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিকে এসে মি: ওবামা আমেরিকান মুসলমানদের প্রতি প্রকাশ্য সমর্থন দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করলেন। বিবিসি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.