বরমা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

0

সিটিনিউজবিডি: চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও আইন কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক আবু হেনা ফারুকীর উদ্যোগে নদী ভাঙ্গা, বাস্তুহারা, গরীব, অসহায়, দুঃস্থ, শীতার্ত মানুষের নিকট কম্বল বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ স ম সাইফুদ্দীন খালেদ, শ্রী বলরাম চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা মোঃ হারুন সওদাগর, জাবের হোসেন চৌধুরী, মোঃ হারুন চৌধুরী, যুবলীগ নেতা আবদুর রহিম, ইউ,পি সদস্য আনোয়ার মিয়া, আবু জাফর মেম্বার, এস এম সেলিম, এসএম নাজিম ভূইয়া, রাশেদুল আলম তালুকদার, মেম্বার সোনা দেব, মৃণাল কান্তি ধর মিঠু, জসিম উদ্দিন, জামশেদুল ইসলাম, বরমা শেখ রাসেল স্মৃতি সংসদের মোঃ আহসাব উদ্দিন হীরু, সহ-আহবায়ক আরমান উদ্দিন রাজীব, সদস্য সচিব মো: শাহাদাত বিন ইসলাম জিকু, ছাত্রলীগ নেতা মো: টিটু, মামুনুর রশিদ, আলাউদ্দিন খান, প্রকাশ দাশ বালি, মাহমুদুল হাসান, নাজিম উদ্দিন, আকতার হোসেন, জুয়েল, রিমন সেন, আরিফুল ইসলাম, মামুন, তাসিফ ইকবাল প্রমুখ। রিংকন রিকন, মোঃ ফাহিম, মামুনুর ইসলাম, আবদুল মজিদ, শওকত হোসেন, পরিমল দেব, রতন দাশ প্রমুখ।

এতে বরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতার্থ অক্ষম মানুষের মাঝে প্রায় এক হাজার ৪০০ কম্বল বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বলেন, দারিদ্রতা বা অক্ষমতা মানুষের অপরাধ বা স্থায়ী সমস্যা নয়। পরিকল্পিত প্রশিক্ষণ, কর্মসংস্থান, চেষ্টা ও সহযোগিতার মাধ্যমে এ সমস্যা দূর করে জীবন যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। এজন্য সকল গরীব ও অক্ষমদের চেষ্টা করতে হবে।

এতে সমাজের ধনীজন ও সক্ষমদের সহযোগিতা করা উচিৎ। বিশেষ করে শীতার্থ মানুষের পাশে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নত ও মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত করছে। দেশকে সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্রতা ও সাম্প্রদায়িকতামুক্ত করে বহির্বিশ্বের মডেলে রূপান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.