আইপিএলে মুস্তাফিজের মূল্য দেড় কোটি

0

খেলাধুলা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নবম আসরে বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে এক কোটি ৪০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা) দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

আজ (৬ ফেব্রুয়ারী) সকালে ব্যাঙ্গালুরুতে আইপিএলের নিলাম শুরু হয়। নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের নাম আসলেও কোনো ক্লাব তাদের নিতে আগ্রহ প্রকাশ করেনি। মুশফিক ও সৌম্যর ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ ও তামিমের মূল্য ছিল ৫০ লাখ রুপি। তবে বেজ প্রাইজেও তাদের কোনো ক্লাব নেয়নি।

তামিম-মুশফিক দল না পেলেও বাংলাদেশের কার্টারখ্যাত মুস্তাফিজকে নিয়ে বেশ টানাটানিই ছিল দলগুলোর মধ্যে। শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দারাবাদই বাংলাদেশের সাড়া জাগানো এই মিডিয়াম পেসারকে দলে নিতে সক্ষম হয়। যদিও মুস্তাফিজ আইপিএলে খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়। কারণ পাকিস্তান সুপার লিগে লাহোর ক্যালান্ডার্স দলে নিয়েছিল। কিন্তু ইনজুরিজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত তাকে পিএসএলে খেলার অনুমতি দেয়নি।

এর আগে, ভারতের তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংকে ৭ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দারাবাদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.