ইরাক ও আফগানিস্তানে বন্দি নিপীড়নের ছবি প্রকাশ

0

আন্তর্জাতিক : এক দশকের আইনি লড়াইয়ের পর ১৯৮ বন্দি নিপীড়নের ছবি প্রকাশ করতে বাধ্য হলো পেন্টাগন।

তথ্য অধিকার আইনের আওতায় দ্য আমেরিকান সিভিল লিবারটিস ইউনিয়ন (এসিএলইউ) নামে একটি নাগরিক সংগঠন এসব ছবি প্রকাশের আবেদন জানিয়েছিল। বন্দি নির্যাতনের ২০০০ ছবির একটি বিশাল সংগ্রহভান্ডার থেকে শুক্রবার মাত্র ১৯৮টি ছবি প্রকাশ করা হয়।

ছবিগুলোতে বন্দিদের হাত ও পা বাঁধা অবস্থায় দেখা গেছে। প্রায় এক দশক আগে ইরাকের আবু গারাইব কারাগারে বন্দি নির্যাতনের যেসব ছবি প্রকাশ করা হয়েছিল, এগুলো তার তুলনায় অনেক কম নাটকীয়তাপূর্ণ। এখনকার অখ্যাত সেই আবু গারাইব কারাগারের গারাইব নির্যাতনের ছবিগুলোর মধ্যে রয়েছে।

পেন্টাগন জানিয়েছে, নির্যাতনের এসব ঘটনায় মার্কিন সেনাদের বিরুদ্ধে ৫৬টি অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগের ১৪টিতে ৬৫ জন সেনাসদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি অনেক সেনার যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে।

এসিএলইউর আইন বিভাগের উপপরিচালক জামিল জাফর এক বিবৃতিতে বলেছেন, সরকার বেছে বেছে যেসব ছবি প্রকাশ করেছে, সেগুলো প্রকৃত অর্থে যেভাবে নির্যাতন ঘটেছে তার ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.