মিরসরাইয়ে ৭ বসতঘর পুড়ে ছাই, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

0

এম আনোয়ার হোসেন, মিরসরাই : মিরসরাই উপজেলায় অগ্নিকান্ডে ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝিরটেক গ্রামের সিরাজ মিয়ার বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যও স্থানীয় গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো মিনহাজ ইকবাল টিপু, বাবলু, সাইদুর রহমান সোহেল, মিয়া সওদাগর, নুরুল মোস্তফা, দুলাল, সেলিম উদ্দিন, হোসনে আরা বেগম। রান্নাঘরের চুলা থেকে সূত্রপাত হওয়া আগুনে জায়গাজমির কাগজপত্র, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা।

স্থানীয় সামাজিক সংগঠন বিজয় সংঘের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখে এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন বলে জানিয়েছেন বিজয় সংঘের সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ আল নোমান।

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার জানান, অগ্নিকান্ডে ৭ পরিবারের বসতঘর পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.