বার্সা ছাড় দেবে না

0

গত সপ্তাহে পোর্তোর মাঠে বায়ার্ন মিউনিখের নিঃশর্ত আত্দসমর্পণ ফুটবলবোদ্ধাদের কাছে কিছুটা বিস্ময়করই ছিল। যে দলটা পুরো ইউরোপকে শাসন করার প্রস্তুতি সম্পন্ন করেছে, পোর্তোর কাছে তাদের ৩-১ গোলের পরাজয় কিছুটা বিস্ময়করই ছিল বৈকি! তারপরও ‘এটাই ফুটবল’ বক্তব্যে বায়ার্ন সমর্থকরা সান্ত্বনা খুঁজেছে। আশায় বুক বেঁধেছে, দ্বিতীয় লেগ তো আছে। তাও আবার নিজের মাঠে! আজ অ্যালাইঞ্জ অ্যারিনাতে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে এক কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ। পোর্তোর বিপক্ষে অন্তত ২-০ গোলের জয় প্রয়োজন বায়ার্নের সেমিফাইনাল খেলার জন্য। ম্যাচটাকে পেপ গার্ডিওলা ইতিমধ্যেই ‘ফাইনাল’ বলে ঘোষণা করে দিয়েছেন।

এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হোম ম্যাচে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে কেবল পরাজয় এড়াতে পারলেই হয় কাতালানদের। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছেন মেসিরা। তারপরও ন্যু ক্যাম্পে আজ কোনো ছাড় দিতে রাজি নয় বার্সেলোনা। দানি আলভেস তো বলেই দিয়েছেন, ‘ম্যাচের প্রথম মিনিট থেকেই আমরা নিয়ন্ত্রণ করতে চাই। প্রথম লেগে জেতায় এগিয়ে থাকার কোনো মানসিকতা নেই আমাদের। এই ম্যাচটাও দারুণভাবে জিততে চাই।’ দানি আলভেস বাড়তি আত্দবিশ্বাসের সঙ্গে এমন কথা বলতেই পারেন। আজ দলে ফিরছেন ইনজুরিমুক্ত আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনা নিজস্ব ওয়েবসাইটে ইনিয়েস্তাকে ইনজুরিমুক্ত হিসেবে ঘোষণা করেছে। পোর্তোর মতো একটা কঠিন দলকে টপকে সেমিফাইনাল খেলার জন্য শেষ আটেই একটা ফাইনাল খেলতে হচ্ছে বায়ার্ন মিউনিখকে। পেপ গার্ডিওলা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তেমনটাই বললেন। ‘এই ম্যাচটা আমাদের জন্য ফাইনাল। আমাদেরকে এ ম্যাচে সুপার পারফর্ম করতে হবে।’ সেই সঙ্গে ম্যাচ কতটা কঠিন হবে, তাও বলেছেন তিনি। কঠিন এ ম্যাচটায় নিজের সাগরেদদের উপর পূর্ণ আস্থা রাখতে চান পেপ গার্ডিওলা।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.