উখিয়ায় শাহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা

0

উখিয়া প্রতিনিধি : উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহিনের হত্যাকারীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্থানীয় আইন শৃংখলা বাহিনী গ্রেফতার করতে হবে। অন্যথায় উখিয়া অচল সহ সড়ক অবরোধের হুশিয়ারী উচ্চারণ করেন। স্থানীয় আইন শৃংখলা বাহিনীর ভূমিকা রহস্যজনক বলেও বক্তারা বলেন।

গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে উখিয়া উপজেলা তাতীলীগের উদ্যোগে সদর ষ্টেশনে এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতীলীগের সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় তাঁতলীগের সমন্বয়কারী কাজী জাফর আলম ভুলু, উখিয়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন, উখিয়া উপজেলা যুবলীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহাম্মদ, উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তহিদুল আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর আলম নিশা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি আবদুল শুক্কুর, তাঁতীলীগ নেতা মোঃ ইসমাইল, ইদ্রিছ, বুজুরুছ মিয়া, রিদুয়ানুল হক ময়না, যুবলীগ নেতা মিশকাত শরীফ, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল, কলেজ ছাত্রলীগ নেতা কাশেম আলী মিলন প্রমূখ।

এ সময় উখিয়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, শাহিনের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সড়ক অবরোধের হুমকি দেন। উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন বলেন, হত্যাকারীদের সাথে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর গভীর যোগসূত্র রয়েছে। স্থানীয় প্রশাসন নাটক করছে। এখন ডিজিটাল যুগ। কে কি করছে সব খবর ফাঁস হয়ে যায়।

নিহত মায়ের মুখের দিকে তাকিয়ে হলেও খুনিদের গ্রেফতার করুন। অন্যথায় নিহত শাহিন পরিষদের পক্ষ থেকে খুনিদের গ্রেফতার করে শায়েস্তা করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.