নিউজিল্যান্ডে ৫.৭ মাত্রার ভূমিকম্প

0

আন্তর্জাতিক ডেস্ক,সিটিনিউজবিডিঃ নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি মঙ্গলবার সকালে আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষক কেন্দ্র। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়ার যায়নি।

রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ মাত্রা। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষক কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেন্ট আরনাউদ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে । ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬২ কিলোমিটার।

নিউজিল্যান্ডে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। এর আগেও ২০১১ সালে দেশটির দক্ষিণ দ্বীপে ক্যন্টোবেরি প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.