‘সাগর-রুনি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে আশাবাদী সরকার’

0

সিটিনিউজবিডি: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ‍সুষ্ঠু বিচার নিয়ে সরকার আশাবাদী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হবে। দোষীদের শাস্তি নিশ্চিত হবে।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা সঠিক পথেই তদন্ত করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

উল্লেখ্য, ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.