নিউজিল্যান্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প

0

আন্তর্জাতিক : রোববার সকালে নিউজিল্যান্ডে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কিছু মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকটি ভবনও ধসে পড়েছে বলে খবর বেরিয়েছে।

বাংলাদেশ সময় সকাল পাঁচটার দিকে ক্রিস্টচার্চ শহরের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক নয়।

স্থানীয় ভূমিকম্প পর্যবেক্ষকারী সংস্থা জিও নেট বলছে, এর উৎপত্তিস্থল ছিল ক্রিস্টচার্চ শহরের ১৫ কিলোমিটার উত্তরে এবং ভূগর্ভের ৩১ কিলোমিটার গভীরে এটি ছড়িয়ে পড়েছিল।

নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের পাঁচ বছর পূর্তির আগেই ফের ভূকম্পন অনুভূত হল। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারিতে ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে ১৮৫ জন প্রাণ হারিয়েছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.