চট্টগ্রামের ১৬ উপজেলায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত

0

চট্টগ্রাম : বন্দরনগরীর চট্টগ্রাম জেলার ১৬ উপজেলার প্রতিটি বাজারে ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ অফিসগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

আজ (১৪ ফেব্রুয়ারী) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বাজার ও অফিসে সিসি ক্যামেরা বসানোর এ সিদ্ধান্তের এইসব কথা বলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, ‘উপজেলার প্রতিটি বাজারে সিসি ক্যামেরা লাগানো হবে। কিছু কিছু বাজারে ইতিমধ্যেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যেসব বাজারে এখনও লাগানো হয়নি তার তালিকা তৈরি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সভায় যেসব বাজারে সিসি ক্যামেরা লাগানো হয়নি তার তালিকা তারা আমাকে দেবেন। বাজারের পাশাপাশি গুরুত্বপূর্ণ কার্যালয়গুলোতেও সিসি ক্যামেরা বসানো হবে।’

সভায় অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, নবনির্বাচিত চার পৌরসভা মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.