মার্চে কিউবা যাচ্ছেন ওবামা

0

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী মাসে কিউবা সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ৮০ বছরেও বেশি সময়ের মধ্যে এটিই হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম হাভানা সফর। বুধবার একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামার কম্যুনিস্ট শাসিত দেশটিতে সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে হোয়াইট হাউস। তবে ওই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক উর্ধ্বতন কর্মকর্তা সিএনএন’কে বলেন, ‘আমরা এ ব্যাপারে নিশ্চিত যে, আগামী সপ্তাহগুলোতে কিউবাসহ ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ সফরে যাচ্ছেন ওবামা।’ বৃহস্পতিবার মার্কিন প্রশাসন এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন। ২০১৪ সালের শেষ নাগাদ কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। তখন থেকেই ওই দেশটিতে ওবামার সফরের কথা শোনা যাচ্ছে। বুধবার এ সফরের কথা প্রথম প্রকাশ করে এবিসি নিউজ।

এদিকে মঙ্গলবার কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিমান চলাচলের ওপর একটি চুক্তিতে স্বাক্ষর করেছে ওয়াশিংটন ও হাভানা। এর ফলে গত ৫০ বছরেরও বেশি সময় পর দু দেশের মধ্যে ফের বিমান চলাচল শুরু হতে চলেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.