ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৬ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

0

নারায়ণগঞ্জ: জেলার সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর সংলগ্ন ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৬ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে উদ্ধার কাজ শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের লাশ উদ্ধার করা হয়। তালেব (৩৫), নেজাব ওরফে নিজাম (৩০), সুজন (৩৬), শাহীন (৩৮), শরীফুল (৩৬) ও সুজব ওরফে সবুজের (৩০)। নিহত শ্রমিক প্রত্যেকের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গারেশ্বর গ্রামে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম লাশ দাফনের জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার দুপুর ২টার দিকে একটি ট্রলারের (বাল্কহেড) ধাক্কায় ডুবে গিয়েছিল এমভি রহমত উল্লাহ এক্সপ্রেস নামে মাটিকাটা শ্রমিকবাহী একটি ট্রলার। এতে  ৬ শ্রমিক নিখোঁজ হন। বাকিরা সাঁতরে তীরে উঠে। ডুবরিরা রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ চার শ্রমিকের লাশ উদ্ধার করে।

নিখোঁজ শ্রমিকদের খুঁজতে ঢাকার থেকে ডুবুরি আনতে হয়েছিল বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা দীনুমনি শর্মা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.