‘বিজলী’তে ববির নায়ক রণবীর

বিনোদন ডেস্ক: গত জানুয়ারিতে পরিচালক সমিতিতে ‘বিজলী’ চলচ্চিত্রের নাম এন্ট্রি করান নির্মাতা ইফতেখার চৌধুরী। তখনই জানিয়েছিলেন এতে ‘বিজলী’ চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন চিত্রনায়িকা ববি। তখন পর্যন্ত ছবির নায়ক কে জানা যায়নি। তবে এবার নায়কের নামসহ দেখাও মিললো।

প্রথমবারের মতো সুপার হিরো ঘরানার ছবি নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী। পরিচালনার পাশাপাশি ছবিটির গল্পও লিখেছেন তিনি। এতে ববির বিপরীতে অভিনয় করবেন রণবীর নামের ভারতীয় একজন অভিনেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবির ফাস্ট লুক প্রকাশ করা হয়েছে।

শিগগিরই বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ‘বিজলী’র চিত্রধারণের কাজ। দেশের বাইরে ব্যাংককেও ছবিটির শুটিং হবে।

উল্লেখ্য, ইফতেখার চৌধুরীর পরিচালনায় ২০০৯ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন ববি। ন। এরপর তিনি একই পরিচালকের ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’সহ কয়েকটি ছবিতে কাজ করেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.