চন্দনাইশে ডক্টরস্ সোসাইটির স্বাধীনতা দিবস মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি :  চন্দনাইশ ডক্টরস্ সোসাইটি উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ এক মেডিকেল ক্যাম্প সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান ডক্টরস্ সোসাইটির সভাপতি ডাঃ আবদুল আলীমের সভাপতিত্বে ও ডাঃ কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান ছিদ্দিকী, প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতেয়ার আলম, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল আবছার, প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ। বিশাল এ চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, নিউরোমেডিসিন, ডায়াবেটিস, শিশুরোগ, শিশুসার্জারী, চক্ষু, নাক-কান-গলা, নিউরোসার্জারী, ইউরোলজি, গাইনি ও প্রসূতিসহ ১২টি বিভাগের ৬৫ জন বিশেষজ্ঞ স্বাস্থ্য চিকিৎসক সেবা প্রদান করেন। এতে ২০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ প্রদান করা হয়। এ ছাড়াও ২৩০ জন কিশোরীকে কর্ণছেদন ও ৯০ জন কিশোরকে খৎনা করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.