পলি শারমিন “স্বপ্নচারী”

ইকবাল ভূঁইয়া :  রক্তের মধ্যে যার সংগীতের স্রোতধারা প্রবাহমান তিনি হলেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী তরুন প্রজন্মের পলি শারমিন। চট্টল কন্যা পলির পিতা এম. শামসুল আলম বেতার-টিভি’র তালিকাভূক্ত গীতিকার। শৈশব থেকেই পিতার অফুরন্ত উৎসাহে সংগীতে পলির হাতে খড়ি। খ্যাতিমান সংগীত শিক্ষক দ্বারা দীর্ঘদিন শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন তিনি। বেতার টিভি’র তালিকাভূক্ত শিল্পী পলি শারমিনের প্রথম অডিও গানের এ্যালবামের নাম “প্রিয় তুমি শুধু একজন”। আধুনিক গানের এই অডিও এ্যালবামটি ক্যাসেট আকারে বের হয়েছিল ১৯৯৯ সালে ঢাকার সেলেক্স এর ব্যানারে। এই অডিও এ্যালবামে সুর ও সংগীত পরিচালনায় ছিলেন দেশের দুই শীর্ষ সুরকার, এরা হলেন প্রয়াত প্রণব ঘোষ এবং বাসুদেব ঘোষ। অডিও পাইরেসী ও ইন্টারনেটের অশুভ দৌরত্ব না থাকায় কিশোরী পলি শারমিনের গাওয়া প্রথম অডিও গানের এ্যালবামটি ছিল বাণিজ্যিক ভাবে ব্যবসা সফল। পলি শারমিনের দ্বিতীয় অডিও এ্যালবামের নাম “এ আকাশ”, এ্যালবামটি প্রকাশিত হয়েছিল ঢাকার সাউন্ডটেক এর ব্যানারে, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মান্নান মোহাম্মদ। সুরভীত কন্ঠে পরিবেশিত পলি শারমিনের তৃতীয় অডিও গানের এ্যালবামের নাম “ও প্রিয়” হৃদয় ছোঁয়া আধুনিক গানের এই অডিও এ্যালবামটি বের হয়েছিল ছায়া মিউজিক এর ব্যানারে। এই এ্যালবামে সুর ও সংগীত পরিচালনায় ছিলেন বাসুদেব ঘোষ। চমৎকার গায়কীর কারণে প্রথম এ্যালবামের মত পলির দ্বিতীয় ও তৃতীয় অডিও এ্যালবাম গুলোও সংগীত অনুরাগী শ্রোতাদের নিকট সমাদৃত হয়েছিল। দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর আবারো সংগীত বাজারে এসেছে পলি শারমিনের মেলোডী মাখা কন্ঠে গাওয়া ১০টি রুচিশীল ভিন্ন স্বাদের আধুনিক গানের অডিও এ্যালবাম “স্বপ্নচারী”। এই এ্যালবামটি প্রকাশিত হয়েছে ঢাকা¯’ লেজার ভিশন এর ব্যানারে। সংগীত আয়োজনে আছেন বিনোদ রায়। “স্বপ্নচারী” অডিও এ্যালবামের বিশেষত্ব হলো এই এ্যালবামের সবগুলো গানের সুর করেছেন শিল্পী পলি শারমিন নিজেই। এই এ্যালবামে পলি শারমিনের হৃদয় ছোঁয়া আবেদনময়ী কন্ঠের গানগুলো হলো- ১. আমাকে স্বপ্ন ছুঁয়ে দাও, ২. মনের ঘরের ছাউনীটা, ৩. চল এই মায়াবী জোসনায়, ৪. সাতরং, ৫. ও বাঁশের বাঁশীরে, ৬. তোমার কথা চাঁদকে বলেছি, ৭ বন্ধু তুমি কোথায়, ৮. অঝোর ধারায় বৃষ্টি নামলেই, ৯. গ্রামে গ্রামে, ১০. মৌসুমী ঝিরিঝিরি ইত্যাদি। “স্বপ্নচারী” অডিও এ্যালবামের জন্য যে সকল গীতিকার গান লিখেছেন তারা সকলেই স্বনাম ধন্য। বেতার-টিভি’র তালিকাভূক্ত এ সকল গীতিকাররা হলেন- আবছার উদ্দিন অলি, এম. শামসুল আলম, ফার“ক হাসান, এছাড়াও আরো গান লিখেছেন- নবাগত গীতিকার সাইদুল আরেফিন। যন্ত্র সংগীতে আছেন শহীদ (বাঁশি), সেলিম (ভায়োলিন), রাসেল (গিটার), লেজার ভিশনের ব্যানারে “স্বপ্নচারী” অডিও গানের এ্যালবাম প্রসঙ্গে সুন্দরী গ্ল্যামারস কন্যা সংগীত শিল্পী পলি শারমিন বলেন- অনেক কষ্টের বিনিময়ে আমার এই অডিও গানের এ্যালবামটি প্রকাশিত হয়েছে। এজন্য আমাকে সীমাহীন পরিশ্রম করতে হয়েছে। আমার বিশ্বাস “স্বপ্নচারী” অডিও এ্যালবামের গানগুলো সংগীত অনুরাগী শ্রোতাদের ভালো লাগবে। সব ধরনের শ্রোতাদের রুচীর কথা মাথায় রেখে এই এ্যালবামে গান করেছি। সংগীত অনুরাগী শ্রোতাদের ভাললাগা ভালবাসাই আমার শিল্পী জীবনের কর্মপ্রেরণা ও স্বার্থক প্রয়াস।

এ বিভাগের আরও খবর

Comments are closed.