রামগড়ে চোরাইকাঠ জব্দ করেছে ১৬বিজিবি

রামগড় :  রামগড় ১নং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকা থেকে বিপুল পরিমান চোরাইকাঠ জব্দ করেছে রামগড় ১৬বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েক মো. আসাদ‘র নেতৃত্বে একটি টহল দল মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করে।বিজিবি জানায়, ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন বাগান থেকে কাঠ চুরি করে পাচারের জন্য ওই এলাকায় স্তুপাকারে জমা করছিল পাচাকারীরা। পরে সুযোগ বুঝে এসব কাঠ রাতে পাচার করা হত। গোপন সূত্র ধরে বিজিবি ঝটিকা অভিযান চালিয়ে মুসলিম পাড়া এলাকা থেকে ১১৫পিচ কাঠ জব্দ করে। এসব কাঠের মধ্যে রয়েছে, আকাশমনি, গামার, কনাক, কড়ই সহ অন্যান্য প্রজাতির। যার আনুমানিক বাজার মূল্য ১লাখ ৬৮ হাজার ৪শ৯৯টাকা। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।রামগড় ১৬বিজিবির জোন এনসিও মো. আসাদ জানান, জব্দকৃত কাঠ ৮ এপ্রিল রামগড় বনবিভাগে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.