শহিদ-কারিনা আবার পাশাপাশি

বিনোদন : ‘উড়তা পাঞ্জাব’-এর ট্রেলার প্রকাশের আগে প্রশ্ন ছিল অনুষ্ঠানের ছবিটির প্রধান দুই তারকা শহিদ কাপুর ও কারিনা কাপুর খানকে এ আয়োজনে দেখা যাবে তো? কারণ প্রাক্তন এই প্রেমিক-প্রেমিকা অনেক আগে থেকে একে অপরকে এড়িয়ে চলছিলেন।

সবাইকে চমকে দিয়ে অনুষ্ঠানের মঞ্চে ঠিকই হাজির হলেন শহিদ ও কারিনা। তবে পাশাপাশি নন, তাদের মাঝে ছিলেন ছবিটির আরেক অভিনেত্রী আলিয়া ভাট। কারিনার পাশে দাঁড়ান পাঞ্জাবি সুপারস্টার দিলজিত দোসাঞ্জ।

ট্রেলার প্রকাশনার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তারা স্বতস্ফূর্তভাবে।

মঞ্চে একসঙ্গে দেখা গেলেও অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’-এর ট্রেলারে শহিদ-কারিনাকে পর্দা ভাগাভাগি করতে দেখা যায়নি। এটি মুক্তি পাবে আগামী ১৭ জুন। ৯ বছর আগে সর্বশেষ ইমতিয়াজ আলির ‘জব উই মিট’ ছবিতে দেখা গেছে দু’জনকে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.