চন্দনাইশ বরমায় আওয়ামীলীগ প্রার্থী নুরুল ইসলামের গণসংযোগ শুরু

চন্দনাইশ প্রতিনিধি  :  চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীতা মনোনীত হওয়ার পর ২৫ এপ্রিল সোমবার গণমানুষের সংবর্ধনার জবাবে গণসংযোগ শুরু করেছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের প্রার্থী মনোনীত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকালে কেশুয়া থেকে শুরু করে কেশুয়া, বাইনজুরী, শেবন্দী, মাইগাতা, বাতাজুরী, বরমা, চরবরমা, আড়ালিয়া ইত্যাদি গ্রামে তিনি গণসংযোগকালে তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও শুরুতেই তিনি মাইগাতা কাজীবাড়ি কবরস্থানস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কৃষকলীগের সভাপতি এ কে এম আবদুল মন্নানের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ফাতেহা ও জেয়ারত করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী বলরাম চক্রবর্তী, সদস্য জাবের হোসেন চৌধুরী, এডভোকেট এস এম ওসমান, এস এম জাহাঙ্গীর, বরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন সওদাগর, বর্তমান সহ-সভাপতি মোজাম্মেল হক তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক আবু জাফর মেম্বার, অপর চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবলীগ নেতা এম এ রহিম, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, অশোক বড়–য়া, যুবলীগ নেতা এস এম সেলিম, এস কফিল, নোবেল কাজমী, সাজ্জাত বিন ইসলাম, বরমা শেখ রাসেল স্মৃতি সংসদের আহবায়ক আসহাব উদ্দিন হিরো, যুগ্ন আহবায়ক আরমান উদ্দিন রাজিব, সদস্য সচিব শাহাদাত বিন ইসলাম জিকু, কৃষকলীগ নেতা নুর হোসেন, ছাত্রলীগ নেতা আরমান উদ্দিন, তাসিফ ইকবাল, জুয়েল দাশ, পুলক দাশ, পারভেজ, হোসেন, ডাঃ মৃনাল ধর, মেম্বার সুনীল দেব সোনা, আবু তাহের খান, ছেনোয়ারা বেগম, মনোয়ারা বেগম, কুলছুমা বেগম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.