সীতাকুন্ডে দুধ ফ্যাক্টরীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কামরুল ইসলাম দুলু :  সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ডে টুডে দুধ ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে । নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাহাবুবুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নিরাপদ খাদ্য আইনে মমতা ডেইরী এন্ড ফুডস প্রোডাক্টস এর গুড়া দুধ প্যাকেটজাত কারখানায় এ অভিযান চলে। অভিযান কালে অনুমুদনহীন ওঅস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় টুডে,আই ও ডানা নামে তিনটি লেভেল দিয়ে দুধ প্যাকেট করে বাজার জাত করার অভিযোগে প্রতিষ্ঠান মালিককে ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার সকাল ১১টায় বাড়বকুন্ড ইউনিয়নের অনন্তপুর দূর্গম পাহাড়ে মোশারফ হোসেনের মালিকানাধীন ফ্যাক্টরীতে অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন খাদ্য ও উপজেলা স্যানিটারী পরির্দশক মো: জাহেরুল হক, সীতাকুন্ড মডেল থানার এ এস আই মাহফুজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা । নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাহাবুবুল আলম বলেন ২০১৩ সালের খাদ্য নিরাপত্তা আইনের ৩৩,৩৬ ধারায় জরিমানা করা হয়েছে। উপজেলায় যেখানে ভেজাল ও অনুমোদনহীন কারখানাও প্রতিষ্টানে আছে সে খানে অভিযান চলবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.