মীরাক্কেলের মীর এখন মেয়ে!

বিনোদন : সবারই প্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এও তিনি রং ঢং দিয়েই ভরিয়ে রাখেন সারাক্ষণ। আর তা করেন কথার মাধ্যমে কিংবা নিজেকে বিভিন্ন সাজে উপস্থাপন করে! প্রিয় পাঠক, ছবিটা দেখুন তো। চিনতে পারেন এই মেয়েকে? হালকা রঙের শাড়ির সঙ্গে কনট্রাস্ট গোলাপি ব্লাউজ।

সঙ্গে রিমলেস চশমার মানানসই সাজ। ইনি মীর। অভিনেতা, আরজে, উপস্থাপক, গায়ক বিভিন্ন পরিচয়েই আমরা তাকে চিনি। এপার ওপার-দু’ বাংলার টিভি দর্শকদের কাছে প্রিয় এ মানুষটি নিজের এই ছবিটি আজ পোস্ট করেছেন ফেসবুকে। সঙ্গে ক্যাপশন, ‘আজ ফার্স্ট ‘মে’। লং লিভ ‘মেয়ে’ ডে!!!’

এ বিভাগের আরও খবর

Comments are closed.