স্কোয়াড্রন লিডার শাফায়াত

0

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বিমানবাহিনীর হেলিকপ্টারের আহত পাইলট স্কোয়াড্রন লিডার শাফায়াত সারোয়ার আর নেই। গত সোমবার রাত ৮টা ৫ মিনিটে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে তিনি মারা যান। চট্টগ্রামে বিমানবাহিনীর একাধিক কর্মকর্তা গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শাফায়াতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। গত ১৩ মে সকাল ১১টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশেই বিমানবাহিনীর এমআই১৭ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি নিয়ে বিমানবাহিনীর প্রশিক্ষক স্কোয়ার্ডন লিডার শাফায়াত এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার সার্জেন্ট ফেরদৌস বিমান বাহিনীর পাইলট অফিসার ফুয়াদকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এসময় প্রশিক্ষণার্থী পাইলট অফিসার ফুয়াদ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে এলেও স্কোয়ার্ডন লিডার শাফায়াত এবং সার্জেন্ট ফেরদৌসকে উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

স্কোয়ার্ডন লিডার শাফায়াতকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। ওখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.