কমিউনিটি সেন্টারের নিয়ন্ত্রণ নিয়ে প্রাবাসী বাংলাদেশিদের দু’গ্রুপের সংঘর্ষ

0

স্টাফ রিপোর্টারঃ-  ইংল্যান্ডের লিডস শহরের এক কমিউনিটি সেন্টারের নিয়ন্ত্রণ নিয়ে প্রাবাসী বাংলাদেশিদের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়।

শনিবারের এ ঘটনায় পুলিশ কমপক্ষে ১৩ জনকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ওই কমিউনিটি সেন্টার পরিচালনার নেতৃত্ব নিয়েই দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। কমিউনিটি সেন্টারের মধ্যে চেয়ার তুলে ও লাঠি নিয়ে এক পক্ষ আরেক পক্ষের দিকে তেড়ে যায়। সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন।

লিডস সিটি কাউন্সিলের সদস্য আরিফ হুসেনকে উদ্ধৃত করে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, কমিউনিটি সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। যারা উভয়ই সেন্টারের দায়িত্ব নিতে চায়।

তিনি বলেন, ‘আমি মর্মাহত। এটা একেবারেই অগ্রণযোগ্য। এখানে ৮০২ সদস্য আছেন এবং কারা সেন্টারটি চালাবেন তা ঠিক করার ভার তাদেরই।’

তিনি আরো বলেন, ‘বেশ কিছুদিন ধরেই এ কমিউনিটি নিয়ে ঝামেলা শুরু হয়েছে। একপক্ষ বলছে তাদের প্রতি বাংলাদেশি কম্যুনিটির সমর্থন আছে আবার আরেকপক্ষ বলছে, সেন্টারটি আমাদেরই পরিচালনা করা উচিৎ।’

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘রাউন্ডহে রোডে ওই কমিউনিটি সেন্টারে মারামারির ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত বেশকয়েকচন চিকিৎসা নিয়েছেন। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.