৪৫তম জাতীয় বাজেট ঘোষণা বৃহস্পতিবার

0

সিটিনিউজবিডি : প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের ৪৫তম জাতীয় বাজেট ঘোষণা বৃহস্পতিবার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বিকেল ৩টায় বাজেট উপস্থাপন করবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের এটি দ্বিতীয় বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের সপ্তম বাজেট এটি। তবে এর আগে এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি।

মন্ত্রণালয় সূত্র জানায়, ৪ জুন সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, চলতি ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৫ সালের অর্থবিল উপস্থাপন করা হবে।
২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হবে ৩০ জুন। এর আগে ২৯ জুন প্রস্তাবিত বাজেটের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাপনি বক্তব্য দেবেন।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে ৯ জুন এবং শেষ হবে ২৮ জুন। ছুটির দিন ছাড়া মোট ১৪ কার্যদিবসে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এবারের জাতীয় বাজেটের পরিমান ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.