‘আই এস’ এ যোগ দিয়েছেন ১১ ভারতীয়

0

সিটিনিউজবিডিঃ   বুধবার এক গোপন সুত্রের ভিত্তিতে জি নিউজ জানায়, ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে সবমিলিয়ে ১১ ভারতীয় যোগ দিয়েছেন। এদের মধ্যে ছয় জন উপসাগরীয় বিভিন্ন দেশ থেকে আইএসে যোগ দিয়েছেন। সরাসরি ভারত থেকে যোগ দিয়েছেন বাকি পাঁচ জন।

জিহাদিদের দলে যোগ দেয়াদের মধ্যে কেবল চার যুবককে সনাক্ত করতে পেরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এরা হলেন, আরিব মজিদ, আমান নায়িম ট্যান্ডেল, ফাহাদ তানভির শিইখ এবং সাহিম ফারুক তানকি। এদের মধ্যে কেবল একজন গতবছর ইরাক থেকে আইএসে যোগ দেন। এই চার জনই মহারাষ্ট্র প্রদেশের ।

জি নিউজে এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, জিহাদিদের পক্ষে লড়াই করতে গিয়ে এ পর্যন্ত নিহত হয়েছেন পাঁচ ভারতীয় যুবক। এরা হলেন, ব্যাঙ্গালুরের ফায়িজ মাসুদ, কল্যানের সাহিম ফারুক তানকি, কর্নাটকের আবদুল কাদির সুলতান আরমার এবং হায়দ্রাবাদ শহরের হানিফ ওয়াসিম। এই ১১ ভারতীয় যুবককে দলে নেয়ার পর প্রথমে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়েছিল আইএস। পরে তাদের লড়াই করার জন্য ইরাক ও সিরিয়ায় পাঠানো হয়।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.