প্রধানমন্ত্রীর ব্যাঙ্গাত্মক ছবি পোষ্ট করায় কলেজ ছাত্র আটক

0

শ্যামল রুদ্র, রামগড়(খাগড়াছড়ি) : জেলার রামগড়ে ফেসবুকে প্রধানমন্ত্রীসহ একাধীক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবি ব্যাঙ্গাত্মকভাবে পোষ্ট করায় মো. শফি উল্যাহ (১৭) নামে এক কলেজ ছাত্রকে সোমবার রাতে রামগড় আবাসিক এলাকার বাসা থেকে আটক করে রামগড় থানা পুলিশ। শফিউল্যাহর পিতা মো. হাবিবুর রহমান রামগড় পোষ্ট অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী। সে ২০১৬ সালে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে বর্তমানে চাঁদপুরের একটি কলেজে পড়াশুনা করছে।

এবিষয়ে রামগড় সার্কেল এএসপি কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অনুষ্ঠানের সংবাদ ফেসবুকে দিলে শফিউল্যাহ সংবাদটিকে কটাক্ষ করে কমেন্ট করে, পরে তার ফেসবুক আইডি পরীক্ষা করলে তাতে প্রধানমন্ত্রীসহ একাধীক মন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি অত্যন্ত্য ব্যাঙ্গাত্মকভাবে পোষ্টকরা অবস্থায় পাওয়া যায়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন খাঁন জানান, আটক শফিউল্যার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০১৬ এর ৫৭ ধারায় মামলা করা হয়েছে।

শফিউল্যার বাবা হাবিবুর রহমান বলেন, তার ছেলে অত্যন্ত সহজ সরল প্রকৃতির। কিন্তু কিভাবে কী হলো বুঝতে পারছি না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.