চন্দনাইশ বরমা কলেজে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ ও মানববন্ধন

0

চন্দনাইশ প্রতিনিধি :   জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে ১ আগস্ট সোমবার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীবের সভাপতিত্বে ও অধ্যাপক শিব প্রসাদ শুর’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল মনছুর মোহাম্মদ হাবীব, উপাধ্যক্ষ ফরিদুল আলম কুতুবী, অধ্যাপক শিব প্রসাদ শুর, আনিছুল মালেক, সালমা আহসান, তাজুল ইসলাম, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ছাত্র-ছাত্রীদের মধ্যে ইফতাখার নুর, জাবেদ হোসেন, আরমান উদ্দিন, নিশাত সুলতানা প্রমুখ। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার- বরমা কলেজ আয়োজিত মানববন্ধনের শ্লোগান ছিল- সন্ত্রাস নয়, শান্তি চাই, শঙ্কা মুক্তা জীবন চাই।

বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ জীবনহানি করে। জাতির উন্নয়ন ব্যাহত করে জাতিকে অন্ধকারে ঠেলে দেয়। জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় বক্তারা দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদ সমূলে প্রতিরোধ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.