খাগড়াছড়িতে ৫শতাধীক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

0

শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি): বর্তমান সরকার উন্নয়ন নির্ভর, পার্বত্য চট্রগ্রামের উন্নয়নে শেখ হাসিনা সরকার সব কিছুই করবে এবং করছে। কিন্তু একটি গোষ্ঠি এটি সমর্থন করছেনা, দেশে বিশৃংঙ্খলা তৈরীর জন্য জঙ্গি গোষ্ঠী মাথাচারা দিয়ে উঠছে। তারা ধর্মের নামে মানুষ হত্যা করছে অথচ কোন ধর্মই মানুষ হত্যা সমর্থন করেনা। আমাদের সকলের উচিত জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়া। রামগড় উপজেলায় বিএনপি নের্তৃবৃন্দের আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রামগড় বাসষ্ট্যান্ডে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মো. শাহআলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার ভাগিনা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিপনের নেতৃত্বে প্রায় ৫শতাধীক নেতাকর্মী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির হাতে নৌকা প্রতিক তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা হাজী মো. মোস্তফা, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের কন্ট্রাকটার, খুরশীদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী মহিউদ্দিন দুলাল, যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুম পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, নুরনবী, ইউনুছ মিয়া, রামগড় ১নং ইউপির মেম্বার মোহাম্মদ হোসেন, রোকেয়া বেগম, ক্যউরি মারমা, সাবেক মেম্বার খায়েজ আহাম্মদ, নুরনবী, জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শহীদ হাওলাদার, যুবদল নেতা মো. মোস্তফা, মো. হালিম, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, সনাতন সম্প্রদায়ের মৃদুল নাথ, তাজু কান্তি, লক্ষèন দে, উপজাতীয় নেতা সনেন্দ্র ত্রিপুরা, কেওলা মারমা অন্যতম।

রামগড় পৌর কাউন্সিলর আহছান উল্যাহর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে নবাগতদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তফা, মো. আবুল খায়ের, খায়েজ আহাম্মদ মেম্বার, মো. খুরশীদ আলম ও রিয়াজ উদ্দিন রিপন। এছাড়া আরো বক্তব্য রাখেন, রামগড় উপজেলা ভাইচ-চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচীব কাজী আলমগীর, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র সামছুল হক, খাগড়াছড়ির সাবেক এমপি একেএম আলীম উল্যাহ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.