রোগী নেই তারপরও হাসপাতাল

0

দিলীপ তালুকদার : চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল। রোগী নেই তারপরেও হাসপাতাল। চিকিৎসক ও জনবলের অভাব, বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জনের কোন পদ না থাকাসহ নানা কারণে রোগীরা দিন দিন এ হাসপাতালের প্রতি আগ্রহ নেই। এক সময় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসা নিলেও এখন নিছেননা।

৯৪ শয্যার এই হাসপাতালে গড়ে প্রতিদিন রোগী থাকে ৯ জন। চিকিৎসক পদ ১৬টি। কিন্তু চিকিৎসক আছেন ২ জন। তবে চিকিৎসক না থাকলেও সেবিকা আছে পর্য্যাপ্ত এই হাসপাতালে। সেবিকার ১৭ পদই পূর্ণ। প্রায় সেবিকার চেয়ে রোগী কম থাকে।এই হল রেলওয়ে হাসপাতালের চিত্র। রোগীরা বলছেন, আমাদের চিকিৎসা করার আগে হাসপাতালের চিকিৎসা করা জুরুরি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.