সীতাকুন্ডে সেই লাশের পরিচয় পাওয়া গেছে

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : গত ৭ আগষ্ট রবিবার সীতাকুন্ডের জোড় আমতল এলাকার সাগর উপকুলে প্রাইম স্টীল নামের একটি জাহাজ ভাঙ্গা কারখানার পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। উক্ত ব্যাক্তির নাম মো: নেছার আহম্মদ, সে বার আউলিয়াস্থ ফুলতলা গ্রামের মৃত মো: অজিউল্লাহর ছেলে।

জানাযায়, গত ৬ আগষ্ট রাত আটটার দিকে সে মদ্যপান অবস্হায় বাসা থেকে বের হয়ে যায়। এরপর আর বাসায় ফিরে আসেনি। গত ৭ আগষ্ট জোড়আমতলা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার হওয়ার নিউজ অনলাইন ও সংবাদপত্রে প্রকাশ হয় কিন্তু লাশের কোন ছবি পাওয়া যায়নি। ঐ দিন অজ্ঞাত লাশটি উদ্ধার করে সীতাকুন্ড মডেল থানার দারোগা কামাল উদ্দীন হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আজ দুপুরে দারোগা কামাল উদ্দীনের ফেসবুকে লাশের ছবি দেখে নেছার আহম্মদের আত্নীয়-স্বজন নিশ্চিত হয়। দুই ছেলে এক মেয়ের জনক নেছার আহম্মদ দীর্ঘদিন যাবত হাফিজজুট মিলে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। এ দিকে অজ্ঞাত হিসেবে আনজুমানে মফিদুল ইসলাম লাশটি দাফন করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.