যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানানো হয়েছিল

0

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত সময়ে যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানানো হয়েছিল। এটা জাতির জন্য লজ্জাজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১০ আগষ্ট) বুধবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত রক্তদান কর্মসূচির অনুষ্ঠান উদ্বোধনকালে এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

তিনি বলেন, আপনারা জনগণের সেবায় সর্বদা সচেষ্ট থাকবেন। শেখ হাসিনা বলেন, বঞ্চিত বাঙালির অধিকারের কথা বলতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত হয়েছিলেন। একাত্তরের আগে তৎকালীন পূর্ববঙ্গে বাঙালির কোনো অধিকার ছিলো না। বঙ্গবন্ধু সবসময় বাঙালির অধিকার আদায়ের কথা বলেছেন। সে কারণে তাকে নির্যাতনের স্বীকার হতে হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.