কৃষকের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার কার্যক্রম করে

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত খামার ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে কৃষক মাঠ দিবস ও উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠান গতকাল বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোঃ আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুল হাছান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বদরুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ আচার্য্য প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বর্তমান সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় সমন্বিত খামার ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আজকে কৃষকদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করা তারই অংশ। চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় বাঁশখালী বৌদ্ধ সমিতির পক্ষ থেকে সমিতির সাধারণ সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা ফুল দিয়ে অভিনন্দিত এবং বাঁশখালী পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীসহ কাউন্সিলররাও ফুল দিয়ে তাকে অভিনন্দিত করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.