ভারতে তীব্র গরমে আরো ৩৫ জনের মৃত্যু

0

সিটি আন্তর্জাতিক : ভারতের উরিষ্যা রাজ্যে দাবদাহে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। রাজ্যটিতে শনিবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তবে রাজধানী ভুবনেশ্বরের তাপমাত্রা কমে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বলে জানা গেছে।

এদিকে উরিষ্যার বিভিন্ন অঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রপাতসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আইএমডি। তারা রাজ্যের উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন।

উরিষ্যায় দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ৩৫য়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার।

তবে স্থানীয় রাজস্ব বিভাগ সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, তারা ১৫০ জনের মৃত্যুর খবর পেয়েছেন। এর মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন সমস্যার কারণে। বাকি ৬৩ জনের মৃত্যুর বিষয়টি জেলা সংগ্রাহকদের তদন্তের আওতায় রয়েছে।

দাবদাহে গঞ্জম জেলায় সাত জন, কেন্দ্রপাড়ায় ছয় জন, বরগরে চার জন, ধেনকনলে তিন জন এবং বালানগির, চুট্টাক, জাজপুর,পুরি এবং রয়াগাদা জেলাগুলোতে ২ জন করে মারা গেছেন। এসআরসি কর্মকর্তা বলেছেন, আনগুল, বলেশ্বর, খুরদা, জগতসিংপুর এবং নুয়াপাড়া জেলায় দাবদাহে ১ জন করে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন জেলাগুলোর কালেক্টরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.