যে সকল চুক্তি ও সমঝোতা ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে

0

সিটি বিশেষ প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এক গুচ্ছ চুক্তি, সমঝোতা স্মারক, প্রটোকল ও সম্মতিপত্র সই হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার সকাল ১০টা ৩০.মি. ঢাকা পৌঁছান মোদি। বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের বৈঠক হবে। সেখানেই সব চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল সই হওয়ার কথা।

স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের নথি এবং ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি ও এর আওতায় ২০১১ সালে স্বাক্ষরিত প্রটোকাল বাস্তবায়নের কার্যপদ্ধতি সম্বলিত পত্র হস্তান্তর।

খুলনা-মংলা রেললাইন

শিলিগুড়ির রবীন্দ্র ভবন

ফেনী নদীর উপরে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১

কুলাউড়া-শাহজিবাজার রেলপথ

সারদা পুলিশ অ্যাকাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন

বিএসটিআইয়ের আধুনিকায়ন করা ল্যাবরেটরি ব্রাহ্মণবাড়িয়া-ত্রিপুরা সীমান্ত হাট চুক্তি, প্রটোকল

দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সই

উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি

অভ্যন্তরীণ নৌ ট্রানজিট প্রটোকল

কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি বাস চলাচলে চুক্তি ও প্রটোকল

সমঝোতা স্মারক

ভারত-বাংলাদেশের কোস্টগার্ডের সহযোগিতাবিষয়ক

মুদ্রা জালিয়াতি প্রতিরোধ

জলবায়ু পরিবর্তন নিয়ে সার্কের জন্য ভারতের অনুদান

মানবপাচার রোধবিষয়ক

সাংস্কৃতিক বিনিময়

‘আধা সরকারি সমঝোতা স্মারক’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নয়া দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার মধ্যে সমঝোতা স্মারক

যৌথ উদ্যোগে বঙ্গোপসাগরে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং কাউন্সেল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্ডিয়ার মধ্যে সমঝোতা স্মারক

ইন্টারনেটের আন্তর্জাতিক ব্যান্ডউইথ লিজ বিষয়ে বিএসএনএল ও বিএসসিসিএলের মধ্যে এমওইউ

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ১৯৭২ সালে কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের রেকর্ডের একটি সিডি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন নরেন্দ্র মোদী।

স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন সম্পর্কিত সংবিধান সংশোধনের ভারতীয় পার্লামেন্টের অধিবেশনের নথিও হস্তান্তর করবেন তিনি।

১৯৭১ সালে পাকিস্তানের আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের একটি আলোকচিত্র নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন শেখ হাসিনা।

এগুলোর পাশাপাশি দুই দেশের বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.