জামিন পেলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন

0

সিটিনিউজবিডি : বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালত। সালাহ উদ্দিনের পক্ষে ফের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে শুক্রবার বিকেলে জামিন মঞ্জুর করেন বিচারক।
সালাহ উদ্দিনকে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা এবং শিলং না ছাড়ার শর্তে জামিন দেয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

গত ২২ মে সালাহ উদ্দিনের উন্নত চিকিৎসার জন্য তার পক্ষে জামিন আবেদন করেছিলেন তার স্ত্রী হাসিনা আহমেদ। ইন্টারপোলের রেড নোটিস আছে জানিয়ে ওই আবেদন না-মঞ্জুর করেছিলো শিলং আদালত।
গত ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। মানসিক হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে বর্তমানে তিনি পুলিশের হেফাজতে শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শিলংয়ে গ্রেপ্তার হওয়ার পর ২৬ মে সালাহ উদ্দিনকে প্রথম আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠান। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেপ্তার দেখায় মেঘালয় পুলিশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.