আপনজন হারানোর বেদনা আমি অনুভব করছি – ইলিয়াস কাঞ্চন

0

সিটিনিউজবিডিঃ  নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আজ বেলা ১১টার দিকে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে  দিনাজপুর জেলায় গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। তিনি সবার উদ্দেশ্যে বলেছেন, “সড়ক দুর্ঘটনায় আপনজন হারানোর বেদনা আমি অনুভব করছি। এই ব্যথা যেন আর কোনো পরিবারকে বহন করতে না হয় সেই সচেতনতা সৃষ্টির জন্যই আমি ২৩ বছর ধরে সারা দেশ চষে বেড়াচ্ছি”। তার সাথে তার একমাত্র সন্তান মেরাজুল মইন জয় উপস্থিত ছিলেন।

 

দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্টাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এলজিইডি এবং নিসচা যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বিশেষ অতিথি ছিলেন এলজিইডি দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুজ্জামান, দিনাজপুর চেম্বারের সভাপতি মোসাদ্দেক হোসেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.