এটিএন বাংলার গাড়িতে ভারতীয় পণ্যসহ ২জন আটক

0

সিটিনিউজবিডিঃ চুয়াডাঙ্গায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে চার লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চালকসহ দুই জনকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফারুক হোসেন জানান, আটককৃত প্রাইভেটকারের মালিক এটিএন বাংলার নড়াইল প্রতিনিধি সাংবাদিক জহির ঠাকুর।

সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো গ ২১-১০৬৫) চোরাই পণ্য ও দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উদ্ধার করা কাপড়ের মালিক রাজবাড়ির গোয়ালন্দ থানার সিদ্দিক ফার্মপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে কামরুল ইসলাম ও গাড়ির চালক নড়াইলের লোহাগড়া থানার কোলা গ্রামের সিকদার সোহরাব উদ্দিনের ছেলে মো. পারভেজ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.