সীতাকুন্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে প্লেট চাপায় শ্রমিক নিহত

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডের কুমিরায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় প্লেট চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা যায়, গত রাত ২ টার সময় কুমিরাস্হ রাজা কাসেম এর মালিকানাধী বিবিসি ষ্টীল শিপ ব্রেকিং ইয়ার্ডে নাইট শিপটে কাজ করার সময় মোহাম্মদ রাজু (৩০) নামের এক কাটারম্যান প্লেট চাপা পড়ে নিহত হয়েছে। নিহত রাজু বার আউলিয়াস্হ বত্তারপাড়া এলাকার মোহাম্মদ জামাল উদ্দিনের পুত্র। শিপ ব্রেকিং ইয়ার্ডে রাতের বেলা কাজ করার কোন নিয়ম না থাকলেও কিছু কিছু ইয়ার্ডে এই নিয়ম মানা হয় না বলে জানা যায়।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ২ টার সময় কাটারম্যান রাজু ভারি প্লেট চাপায় মারাত্বক জখম হলে সাথে সাথে স্হানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান দূর্ঘটনায় শ্রমিক নিহতের কথা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.