নাশকতার তিন মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ১৮ অক্টোবর

0

সিটিনিউজবিডি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মিরপুর দারুস সালাম থানার তিন মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

এসব মামলায় বুধবার অভিযোগপত্র গ্রহণের জন্য ধার্যদিন ছিল। কিন্তু এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন।

আদালত আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণের জন্য এ দিন ঠিক করেন।

গত বছরে প্রথম দিকে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগ এনে খালেদা জিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দারুস সালাম থানা পুলিশ।

এরপর চলতি বছরের প্রথম দিকে আদালতে বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলোর চার্জশিট দাখিল করা হয়।

এসব মামলায় গত ১০ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান বেগম খালেদা জিয়া।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সফু, সৈয়েদা আশিফা আশরাফি পাপিয়া।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.