যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তে নতুন আইন প্রণয়নে সরকার উদ্যোগ নেবে : আনিসুল হক

0

সিটিনিউজবিডি : দণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের সম্পদ ‘বাজেয়াপ্তে’ আইন প্রণয়নের জন্য সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে জনগণের দাবি উঠেছে। সম্পত্তির বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেব।’

আইনমন্ত্রী বলেন, ‘যাদের ফাঁসি দেওয়া হল, তাদের সম্পত্তি. তারা তো মৃত, যেহেতু তারা মুসলিম ল’র আওতাধীন। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তি তাদের ওয়ারিশগণের কাছে চলে গেছে। সেক্ষেত্রে আমার মনে হয় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ সংশোধন করলেই তাদের সম্পত্তি আমরা আনতে পারব। এটা আমার ধারণা। সেক্ষেত্রে নতুন আইন করতেই হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.