সরানো হলো জিয়ার স্বাধীনতা পদক

0

সিটিনিউজবিডি : বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ পদক সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় জাদুঘরের উপ-পরিচালক কবি শিহাব সরকার বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুর ১২টার দিকে জিয়াউর রহমানের স্বাধীনাতা পদক সরিয়ে নেওয়া হয়।’

সরিয়ে নেওয়া এ পদকটি কোথায় রাখা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কেবিনেটের বিষয়। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

২০০৩ সালে জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। পরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে পদকটি জাতীয় জাদুঘরে পাঠানো হয়েছিল। সেসময় পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারকে না দিয়ে জাতীয় জাদুঘরের একটি কর্নারে যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.