চসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিনের নেতৃত্বে আজ ৭ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় ইপিজেড থানাধীন বেÑশপিং সেন্টারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ও যথাসময়ে নবায়ন না করার দায়ে ফ্যান্টাসী বার্গারকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা, ইউনুছ ষ্টোরকে ৫০০০(পাঁচ হাজার) টাকা, ভাই ভাই ক্লথ ষ্টোরকে ৫০০০(পাঁচ হাজার) টাকা, ফারিয়া কালেকশনকে ৫০০০(পাঁচ হাজার) টাকা, মডেল টাচকে ৫০০০(পাঁচ হাজার) টাকা, আল বারাকাকে ৫০০০(পাঁচ হাজার) টাকা, তাঁত মেলাকে ২০০০(দুই হাজার) টাকা, নিউ ফ্যাশনকে ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা ও দেওয়ান হাটস্থ ক্যাফে রুচিতাকে ২০০০(দুই হাজার) টাকা সহ মোট ৩৫,৫০০(পঁয়ত্রিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয় ।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা, কর্মচারীগণ এবং সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.