অজ্ঞান পার্টি থেকে সাবধান থাকতে পুলিশের পরামর্শ

0

সিটিনিউজবিডি : ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের সবকিছু হাতিয়ে নিতে ফের সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টির সদস্যরা। বাস-লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, ফেরিঘাটসহ ঈদে ঘরফেরত মানুষের যাতায়াত পথে আনাগোনা বেড়েছে এ চক্রের সদস্যদের। এ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি’র ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় পুলিশ জানিয়েছে, অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা ফলের জুস, ডাবের পানি, বোতলজাত পানি, চকলেট, বিস্কিট, পান ইত্যাদিতে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে সেগুলো বিক্রি করে।

ভিকটিম এগুলো খাওয়ার পর অচেতন হয়ে পড়লে ভিকটিমের অর্থ, স্বর্ণালংকার, ব্যাগসহ অন্যান্য মূল্যবান সামগ্রী প্রতারক চক্রের সদস্যরা নিয়ে চম্পট দেয়।

সাধারণত যাত্রী, ফেরিওয়ালা, সাহায্যকারী, বন্ধু সেজে চক্রের সদস্যরা এ ধরণের প্রতারণার কাজ করে।

বোতলজাত পানি, ডাবের পানি, ফলের জুসের বোতলে ইনজেকশনের মাধ্যমে ঘুমের ওষুধ প্রবেশ করানো হয়। ঘুমের ওষুধের মাত্রা অতিরিক্ত হলে ভিকটিমের জীবন বিপন্নও হতে পারে।

এজন্য বাইরে এরূপ কিছু কিনতে হলে ভালো করে দেখে, বুঝে ও শুনে কেনার পরামর্শ দিয়েছে পুলিশ। অপরিচিত বা নতুন পরিচিত ব্যক্তির নিকট হতে কোনো কিছু খাওয়া বা নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সন্দেহজনক মনে করলে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এজন্য ফোন নম্বরসহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.