জামিন বহাল রিজভীর

0

সিটিনিউজবিডি : নাশকতার পাঁচ মামলায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের জামিন বহাল রেখেছেন চেম্বার জজ আদালত।

রোববার একটি মামলায় আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন।

এর ফলে পাঁচ মামলায় রিজভীর জামিন বহাল রইলো। তবে অন্য একটি মামলা থাকায় এখনই তিনি কারামুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন তার আইনজীবী জহিরুল ইসলাম।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম।

এর আগে গত ৭ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে করা পৃথক পাঁচ মামলায় রুহুল কবির রিজভীকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।

নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি মামলা হয়।

এই পাঁচ মামলায় রিজভী গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেন রিজভী। এর ওপর শুনানি নিয়ে গত ৭ সেপ্টেম্বর আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন। রিজভী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.