চলতি বছর ৪৭ বাংলাদেশী হাজীর মৃত্যু

0

অনলাইন ডেক্স : চলতি বছরে হজ করতে গিয়ে ৪৭ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন।

গত ৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বয়সজনিত কারণ এবং নানাবিধ অসুস্থতার কারণে এসব হজযাত্রী মারা যান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পরিচালনা বিভাগের এক বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুবরণকারী হজযাত্রীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী।

বুলেটিনে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৩৩ জন মক্কায়, আটজন মদিনায় এবং একজন করে জেদ্দা ও মিনায় মারা গেছেন।

এছাড়া ২৩ জনকে অসুস্থ অবস্থায় সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে মোট ১ লাখ ১ হাজার ৮২৯ জন বাংলাদেশী পবিত্র হজ পালন করেছেন। এর মধ্যে ৫ হাজার ১৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৫ হাজার ৬১৪ জন জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন।

হজ পালন শেষে গতকাল ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.