লিভারপুলের টানা তৃতীয় জয়

0

খেলাধুলা : টানা তৃতীয় জয় তুলে নিল লিভারপুল। মঙ্গলবার রাতে লিগ কাপের মঞ্চে ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়েছে ক্লপের ছাত্ররা। লিভারপুলের হয়ে একটি করে গোল করেছেন ক্লাভান, ফিলিপে কোউতিনহো ও ওরিগি।

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের এই ম্যাচের ১৪ মিনিটের মাথায় লিড নেয় আতিথ্য নেওয়াল লিভারপুল। কোউতিনহোর দুর্দান্ত পাস থেকে কাউন্টির জালে বল জড়ান ক্লাভান। ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে খেলার ৫০ মিনিটের মাথায় আবারো বল পায়ে ঝলক দেখান ফিরমিনো। এবারে তার অ্যাসিস্ট থেকেই গোল করেন কোউনিতহো। ৫৪ মিনিটে ওরিগির গোলে লিভারপুল লিড বাড়িয়ে নেয় ৩-০ তে।

বাকি সময়ে কাউন্টির ডি-বক্সে জট পাকিয়ে গোল আদায়ের চেষ্টা করেও নতুন করে স্কোরলাইনের পরিবর্তন আনতে পারেনি লিভারপুল। ফলে, ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.