দৃষ্টি ফিরে পায়নি মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু

0

সিটিনিউজবিডি : মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার আওয়ামী লীগ সমর্থিত দু’গ্রুপের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ডান চোখের দৃষ্টি এখনও ফিরে পায়নি। আগামী অক্টোবর মাসে শিশু সুরাইয়াকে চিকিৎসার জন্য আবারও ঢাকায় নিতে হবে বলে শিশুর বাবা বাচ্চু ভুইয়া শুক্রবার জানান।

সুরাইয়ার মা নাজমা বেগম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার-নার্সদের প্রচেষ্টায় উন্নত চিকিৎসা হওয়ায় ডান চোখে গুলিবিদ্ধ সুরাইয়ার জীবন রক্ষা পেয়েছে। তবে এখনও সে চোখে দেখতে পাচ্ছে না। সুরাইয়ার শারীরিক অবস্থা ভালো আছে। এ ঘটনায় মামলার বিচার কাজ ধীর গতিতে চলছে।

এদিকে মাগুরার দায়রা জজ আদালতে বিচারাধীন এ চাঞ্চল্যকর মামলাটি মাগুরার অতিরিক্ত দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে বদলি হওয়ায় বৃহস্পতিবার জামিনে থাকা আসামিরা নিয়ম মোতাবেক ওই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে উচ্চ আদালতের জামিন থাকায় দায়রা জজ আদালত জামিন বহাল রাখেন। তবে হাজতে আটক আসামি আলী আকবর ও মুজিবরের জামিনের আবেদন নামঞ্জুর করে আগামী ২৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.