পর্যটন দিবসে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য মোটর র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও আবাসিক হোটেল মালিক সমিতির যৌথ উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হতে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. ¯েœহ কান্তি চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক চাকমা রাজু।

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সরকার যে পর্যটন বর্ষ ঘোষণা করছে রাঙামাটিতে তার অপার সম্ভবনা হয়েছে। পর্যটন বিকাশে রাঙামাটি জেলা পরিষদ পরিকল্পনা গ্রহণ করেছে। বাস্তবায়ন শেষে হলে রাঙামাটি বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে রূপ নিবে।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.